অনেকেই রয়েছেন মূলত নিজের বাড়ি ঘরের নির্মাণ কাজের জন্য সিমেন্টের টিন কিনতে চেয়ে থাকেন। কিন্তু আপনারা জানেন না যে সিমেন্টের টিনের দাম কত সে সম্পর্কে। যদি না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটির মধ্যে আপনি জেনে নিবেন সিমেন্টের টিনের দাম কত টাকা তা নিয়ে বিস্তারিত সকল আলোচনা।
সিমেন্টের টিনের দাম কত?
সিমেন্টের টিনের দাম বর্তমানে ৮০ টাকা থেকে ৮৫ টাকা পর্যন্ত প্রতি ফুটে। মূলত সিমেন্টের টিনের কিংবা যেকোনো টিনের মূল্য নির্ধারণ করা হয় এর উচ্চতা অনুযায়ী। ঠিক একই ভাবে ১ ফুট সিমেন্টের টিনের দাম যেমন ৮০ টাকা থেকে ৮৫ টাকা ঠিক তেমনিভাবে দুই ফুট, ছয় ফুট ক্রমান্বয়ে আপনি যত ফুট ইচ্ছা সিমেন্টের টিন ক্রয় করতে পারবেন।
সিমেন্টের টিনের দাম তালিকা ডিসেম্বর ২০২৫
ক্রমিক নাম্বার | সিমেন্টের টিনের | দাম কত |
---|---|---|
১ | ১ ফুট সিমেন্টের টিনের দাম | ৮০ টাকা থেকে ৮৫ টাকা |
২ | ৬ ফুট সিমেন্টের টিনের দাম | ৪৮০ টাকা থেকে ৫১০ টাকা |
৩ | ৭ ফুট সিমেন্টের টিনের দাম | ৫৬০ টাকা থেকে ৫৯৫ টাকা |
৪ | ১০ ফুট সিমেন্টের টিনের দাম | ৮০০ টাকা থেকে ৮৫০ টাকা |
সিমেন্টের টিন কেমন হয়?
সাধারণত ভাবে অনেকেই মনে করে সিমেন্টের তিন শুধুমাত্র হয়তোবা সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়ে থাকে। কিন্তু এখানে ৮৫% ব্যবহার করা হয় সিমেন্ট এবং বাকি ১৫% ব্যবহার করা হয় অন্যান্য বিভিন্ন পদার্থ যার মাধ্যমে মজবুত হয়ে থাকে টিন। অর্থাৎ আপনি যদি বাসা বাড়ি নির্মাণ কাজের জন্য তিন ক্রয় করতে চান এবং ভেবে থাকেন যে সিমেন্টের টিন ব্যবহার করবেন তাহলে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে।
কারণ সিনেমেন্টের টিন এমন নয় যে আপনার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা এ ধরনের কিছু। এই টিনগুলো হয়ে থাকে আরও বেশি মজবুত কারণ এগুলো তৈরি করা হয় সিমেন্ট এবং আরো বিভিন্ন পদার্থের মাধ্যমে।
আরো পড়ুন:
আমাদের শেষ কথা
আশা করছি আমাদের আর্টিকেলের মধ্যে আপনি জেনে গেছেন সিমেন্টের টিনের দাম কত 2025 সে সম্পর্কে বিস্তারিত তথ্য। যদি এই ধরনের বিভিন্ন পণ্য মূল্য সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে চান তাহলে আজকের দাম কত ওয়েবসাইটটি ভিজিট করুন। আমরা সেখানে নিয়মিতভাবে প্রতিটি পণ্যের সঠিক মূল্য তালিকা নিয়ে আলোচনা করে থাকি।