রঙিন টিনের দাম কত টাকা ২০২৫
রঙিন টিনের দাম বর্তমানে ৫০০ টাকা থেকে ১,২০০ টাকা পর্যন্ত ২০২৫ সালে। বাজারে বিভিন্ন দোকানে ৫০০ টাকা থেকে বারোশো টাকার মধ্যেই আপনি রঙ্গিন টিম পেয়ে যাবেন। তবে হিসাব করা হবে প্রতি ফিট অনুযায়ী। এবং এক ফিট রঙ্গিন টিনের দাম বাংলাদেশের বাজারে ৬৫ টাকা পর্যন্ত।
টিন দিয়ে বাড়ি নির্মাণ করা বাংলাদেশের মানুষজনের অনেকেরই ইচ্ছে রয়েছে। আসলে রঙে রঙের বিভিন্ন ধরনের টিনের বাড়ি দেখতে অত্যন্ত সুন্দর লাগে। শুধুমাত্র বাসা নির্মাণের জন্য তিন ব্যবহার নয় বরং আরব বেশ কিছু কাজে ইন ব্যবহার করা হয়। যেমন ধরুন গরুর খামার, হাঁস মুরগির খামার, কিংবা আরো বেশ কিছু নির্মাণ কাজে টিনের ব্যবহার লক্ষ্য করা যায়।
তবে রঙিন টিন ব্যবহার করলে বিষয়টা একটু আলাদা হয়ে ফুটে ওঠে। কারণ রঙ্গিনহীন ব্যবহার করলে যে কোন নির্মাণ কার্যক্রম দেখতে অসাধারণ লাগে। বাংলাদেশের বাজারে বেশ কিছু নির্মাণ প্রতিষ্ঠান রঙ্গিন তিন বিক্রি করছে। এই সকল রঙিন টিনসমূহ প্রতি ফিট বিক্রি হয় ৬০ টাকা থেকে ৬৫ টাকা পর্যন্ত। আপনার নির্মাণ কাজের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু অবশ্যই ক্রয় করতে পারবেন।
আরো পড়ুন:
১ ফিট রঙিন টিনের দাম কত
১ ফিট রঙিন টিনের দাম ৬০ টাকা থেকে ৬৫ টাকা পর্যন্ত ২০২৫ সালে। সর্বনিম্ন এক ফিট ও চাইলে আপনি রঙ্গিন তিন কিনতে পারবেন। তবে এক ফিট রঙিন টিন ব্যবহার করে আপনি কোন ভালো মানের কার্যক্রম সম্পাদন করতে পারবেন বলে আমি মনে করি না। মিনিমাম ৫০০ টাকার রঙিন টিন আপনাকে ক্রয় করতে হবে দোকান থেকে। তাছাড়াও আপনি ছোটখাটো টিনের ছাট দিয়ে ভাল কোন নির্মাণ কাজ সম্পাদন করতে পারবেন না নিশ্চয়ই।
আর যেহেতু নির্মাণ সামগ্রী আপনি ক্রয় করছেন যেকোনো কিছু নির্মাণের জন্য তাই অবশ্যই আপনার এখানে মিনিমাম হলেও ১০ থেকে ২০ ফিট প্রতিটি রঙ্গিন টিন প্রয়োজন হবে। যদি একটি বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার মোটামুটি বৃহৎ পরিসরে টিনের প্রয়োজন হবে।
রঙিন টিনের দাম তালিকা জানুয়ারি ২০২৫
মডেল | রঙিন টিনের | দাম কত টাকা |
---|---|---|
১ ফুট | রঙিন টিনের দাম | ৬৫ টাকা |
৭ ফুট | রঙিন টিনের দাম | ৪৫৫ টাকা |
৮ ফুট | রঙিন টিনের দাম | ৫২০ টাকা |
১২ ফুট | রঙিন টিনের দাম | ৭৮০ টাকা |
১৫ ফুট | রঙিন টিনের দাম | ৯৭৫ টাকা |
আমাদের শেষ কথা
আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি রঙিন টিনের দাম কত টাকা ২০২৫ সম্পর্কে বিস্তারিত ছোট পরিসরের তথ্য। তাই যারা রঙ্গিন তিন ক্রয় করতে চাচ্ছেন কিংবা করার কথা ভাবছেন তারা আশা করব উপকৃত হয়েছে। এ ধরনের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর মূল্য জানতে আজকের দাম কত ওয়েবসাইটটি ভিজিট করুন।