বর্তমান সময়ে যদি আপনার জমি চাষের জন্য একটি টিলার প্রয়োজন হয় তাহলে মিনি পাওয়ার টিলার গুলো আপনার জন্য। কারণ মিনি পাওয়ার টিলার এর দাম কোন হলেও এই টিলার গুলো মানে অত্যন্ত ভালো হয়ে থাকে। আজকের দাম কত এর এই আর্টিকেলে আপনি জানতে পারবেন মিনি পাওয়ার টিলার দাম কত ২০২৫ সম্পর্কে।
(toc) #title=(Table of Content)
মিনি পাওয়ার টিলার দাম কত
মিনি পাওয়ার টিলার দাম ১৫,০০০ টাকা থেকে ১২০,০০০ টাকা পর্যন্ত। ১৫ হাজার টাকার যে মিনি পাওয়ার টিলার পাওয়া যায় সেটির গুণগত মান অত্যন্ত ভালো। তাছাড়া ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত অনেকগুলো মডেলের মিনি পাওয়ার টিলার রয়েছে। তাই আপনার বাজেট অনুযায়ী বাছাই করে নিতে পারেন আপনার জন্য যেটা সেরা হবে।
আরো পড়ুন: এ সি আই পাওয়ার টিলার দাম কত ২০২৫
মিনি পাওয়ার টিলার দাম তালিকা জানুয়ারি ২০২৫
অনলাইন মার্কেটপ্লেস অথবা সরাসরি বাজারে গেলেও আপনি অনেক মিনি পাওয়ার টিলার দেখতে পারবেন। তবে এইসবের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি করা একটি ভালো মানের মিনি পাওয়ার টিলার খোঁজা অত্যন্ত কঠিন। সেই জন্য আপনাদের উদ্দেশ্যে আমরা নিচে মিনি পাওয়ার টিলার দাম তালিকা দিয়ে দিয়েছি। এখানে যে সকল মিনি পাওয়ার টিলার গুলোর সম্বন্ধে আলোচনা করা হয়েছে সেগুলো বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম পাওয়ার টিলার গুলোর মধ্যেই পড়ে।
মিনি পাওয়ার টিলার দাম মডেল | দাম |
---|---|
Mini Power Tiller Machine | ১৫,৫০০ টাকা |
NC-52-Top Mini Power Tiller | ২৫,০০০ টাকা |
Mini Power Tiller Machine | ৩৪,৫০০ টাকা |
Rotary Cultivator Mini Power Tiller | ৭০,০০০ টাকা |
15 HP 4-Stroke Walking Mini Power Tiller | ৮৫,৫০০ টাকা |
SONALI 18 Inch Petrol Mini Power Tiller SPL212MT | ৫৮,৫০০ টাকা |
আরো পড়ুন: ডলফিন পাওয়ার টিলার দাম কত ২০২৫
SONALI Mini Power Tiller SPL T520C Mini Power tiller price in Bangladesh 2025
SONALI Mini Power Tiller SPL T520C মিনি পাওয়ার টিলার দাম ১৫,৫০০ টাকা।
মডেল | SONALI Mini Power Tiller SPL T520C |
দাম | ১৫,৫০০ টাকা |
ওয়ারেন্টি | নেই |
ইঞ্জিন | 2 Stroke 52cc |
NC-52-Top মিনি পাওয়ার টিলার দাম কত
NC-52-Top মিনি পাওয়ার টিলার দাম ২৫,০০০ টাকা।
মডেল | NC-52-Top Mini Power Tiller |
দাম | ২৫,০০০ টাকা |
ওয়ারেন্টি | ১ বছর |
ইঞ্জিন | 51.7 cc |
Rotary Cultivator Mini Power Tiller price in Bangladesh
Rotary Cultivator মিনি পাওয়ার টিলার দাম ৭০,০০০ টাকা।
মডেল | Rotary Cultivator Mini Power Tiller |
দাম | ৭০,০০০ টাকা |
ওয়ারেন্টি | ১ বছর |
ইঞ্জিন | 51.7 cc |
মিনি পাওয়ার টিলার এর সুবিধা
দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি: মিনি পাওয়ার টিলার ব্যবহার করলে কৃষিকাজের বিভিন্ন ধাপ যেমন জমি চাষ, মাটি প্রস্তুত করা, সার মেশানো ইত্যাদি কাজগুলি দ্রুত এবং কম পরিশ্রমে সম্পন্ন করা যায়। এটি কৃষিকাজের দক্ষতা বৃদ্ধি করে এবং সময় ও শ্রমের সাশ্রয় হয়।
আরো পড়ুন:
খরচ-সাশ্রয়ী: মিনি পাওয়ার টিলার মূলত কম দামের হয়ে থাকে, তাই ছোট ও মাঝারি আকারের কৃষকদের জন্য এটি একটি সাশ্রয়ী সমাধান। এটি ব্যবহার করে কৃষিকাজের খরচ কমানো যায় কারণ এটি ম্যানুয়াল শ্রমের প্রয়োজনীয়তা হ্রাস করে।
বহুমুখী ব্যবহার: মিনি পাওয়ার টিলার বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যায়, যেমন জমি চাষ, সার মেশানো, ফসল কাটার পর জমি প্রস্তুত করা ইত্যাদি। এটি বিভিন্ন সংযুক্তি ব্যবহার করে আরও বেশি কাজ সম্পাদন করতে সক্ষম হয়।
সহজ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ: মিনি পাওয়ার টিলারগুলি সাধারণত হালকা এবং পরিচালনায় সহজ হয়। এগুলির রক্ষণাবেক্ষণও তুলনামূলকভাবে সহজ এবং খরচ কম। এছাড়া, এই যন্ত্রগুলি পরিচালনার জন্য কৃষকদের বিশেষ কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না।
ছোট জমির জন্য আদর্শ: যাদের জমির আকার ছোট, তাদের জন্য মিনি পাওয়ার টিলার একটি আদর্শ পছন্দ। এটি ছোট জমিতে সহজেই ব্যবহার করা যায় এবং বড় মেশিনের তুলনায় বেশি কার্যকর প্রমাণিত হয়।
পরিবেশ বান্ধব: অনেক মিনি পাওয়ার টিলার এখন জ্বালানি সাশ্রয়ী এবং কম ধোঁয়া নির্গমনকারী প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়, যা পরিবেশের জন্যও উপকারী।
স্থানান্তর ও সংরক্ষণ সহজ: মিনি পাওয়ার টিলারের আকার ছোট হওয়ায় এটি সহজে স্থানান্তর করা যায় এবং সংরক্ষণ করাও সহজ হয়। এটি সহজে ট্রাক বা অন্যান্য বাহনে বহন করা যায়।
আরো পড়ুন: সাইফেং পাওয়ার টিলার দাম কত ২০২৫
মিনি পাওয়ার টিলার কেনার টিপস
একটি মিনি পাওয়ার টিলার কেনার পূর্বে আপনাকে অবশ্যই বেশ কিছু কথা বিবেচনা করতে হবে। প্রথমত আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনার কতটুকু পরিমাণ জমে রয়েছে। এছাড়া আপনি দিনে কতটুকু পরিমাণ জমি চাষ করবেন। এরপরে আপনাকে আপনার নিজের বাজেটটা চিন্তা করতে হবে। পরিশেষে আপনি অনলাইন মার্কেটপ্লেস থেকে অথবা সরাসরি ডিলারশিপ এর কাছ থেকে একটি মিনিট পাওয়ার টিলার কিনতে পারেন।
তবে যাই করেন না কেন অবশ্যই সঠিকভাবে বিবেচনা করে কিনবেন। কারণ একটি মিনি পাওয়ার টিলার কেনার পরে অবশ্যই সেটি আপনাকে বেশ কিছু বছর চালাতে হবে, এবং জমিতে সেচের কাজে ব্যবহার করতে হবে। যাতে করে আপনার জমিতে ফসল দ্রুত ফলিয়ে ফেলতে পারেন। সে জন্যই তো আপনাকে বিবেচনা করে এবং গুণগত মানের কথা চিন্তা করে ভালো মানের একটি মিনি পাওয়ার টিলার ক্রয় করতে হবে।
মিনি পাওয়ার টিলার কোথায় কিনবেন
বর্তমান সময়ে মিনি পাওয়ার টিলার কেনার জন্য আপনাকে ঘর থেকেও বের হতে হবে না। কারণ বাংলাদেশের প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে অনলাইনের মধ্যেই সবকিছু পাওয়া যায়। সে কারণে এটি ক্রয় করার জন্য বাংলাদেশের বড় বড় অনলাইন প্লাটফর্ম গুলো থেকে আপনি এটি ক্রয় করতে পারেন। এছাড়া সরাসরি আপনার পার্শ্ববর্তী ডিলারশিপের কাছ থেকে আপনার পছন্দ অনুযায়ী ব্র্যান্ডের মিনি পাওয়ার টিলার কিনতে পারবেন।
আরো পড়ুন: আলিম পাওয়ার টিলার দাম কত ২০২৫
আমাদের শেষ কথা
আশা করছি আজকের আর্টিকেলটি পরে আপনি মিনি পাওয়ার টিলার দাম কত সে সম্পর্কে ভালোভাবে জেনে গেছেন। যদি আপনার এ বিষয়ে সম্পর্কে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি আমাদের এই প্রশ্নের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এছাড়া এই ধরনের বিভিন্ন পণ্যের নিয়মিত আপডেট মূল্য জানতে আজকের দাম কত ওয়েবসাইটটি ভিজিট করবেন।