বর্তমান রডের দাম কত ২০২৫: একটি বাড়ি অথবা যে কোন ধরনের বিল্ডিং নির্মাণের জন্য আমাদের প্রথমেই যে জিনিসটির প্রয়োজন সেটি হচ্ছে রড। রড ব্যতীত কোন বিল্ডিং মজবুত বানানো সম্ভব নয়। আর তাই বাসা নির্মাণের সবার আগেই বর্তমান রডের দাম কত ২০২৪ সম্পর্কে জেনে নিতে হবে। কারণ সঠিক মূল্য সম্পর্কে আইডিয়া না থাকলে বাজারে গিয়ে বিভিন্ন ভোগান্তিতে পড়তে হবে এবং রড কিনতে অসুবিধা হবে। আজকের দাম কত এর এই আর্টিকেলটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন বর্তমানে রডের দাম কত টাকা সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। তাই আর্টিকেলটি শেষ অবধি পড়ার অনুরোধ রইলো।
বর্তমান রডের দাম কত ২০২৫
বর্তমানে রডের দাম ৭৮,০০০ টাকা থেকে প্রতি টন শুরু হয়েছে ২০২৫ সালে। সাধারণত রড কেনার ক্ষেত্রে টন হিসাব হয়ে থাকে। এবং আলাদা আলাদা কোম্পানির তাদের প্রতিদান রডের মূল্য আলাদা আলাদা রেখে থাকে। তবে বাংলাদেশ বাজারে বর্তমান সময়ে যে সকল কোম্পানির রড বিক্রয় হচ্ছে তার মধ্যে অন্যতম কোম্পানিগুলো সর্বনিম্ন ৭৮,০০০ টাকা থেকে প্রতিদান রড বিক্রয় করছে।
রডের দাম আজকের বাজার
রডের দাম আজকের বাজারে রয়েছে ৭৮ হাজার টাকা থেকে। আমরা নিচে আপনাদের সুবিধার্থে রডের দাম আজকের বাজার দর সম্পূর্ণ তালিকাটি উল্লেখ করেছি যা জুলাই মাসের। এখান থেকে আপনি প্রতিটি কোম্পানির রডের সঠিক মূল্য এবং বিস্তারিত সকল তথ্যগুলো সম্বন্ধে আইডিয়া নিয়ে নিতে পারবেন। যা ভালো কোয়ালিটির এবং কম দামের রড কিনতে সহযোগিতা করবে।
রডের দাম আজকের বাজার দর জানুয়ারি ২০২৫
বর্তমান রডের (ওজন) | দাম কত |
---|---|
১ কেজি | ৮৭ টাকা থেকে ৯০ টাকা |
১০ কেজি | ৮৭০ টাকা থেকে ৯০০ টাকা |
১ টন | ৮৭০০০ টাকা থেকে ৯০০০০ টাকা |
৫ টন | ৪৩৫০০০ টাকা থেকে ৪৫০০০০ টাকা |
১০ টন | ৮৭০০০০ টাকা থেকে ৯০০০০০ টাকা |
বাংলাদেশে ৫০০ ওয়াট রডের দাম কত?
বাংলাদেশের বর্তমান সময়ে ৫০০ ওয়ার্ড রডের দাম ৯০ হাজার টাকা থেকে শুরু হয়েছে। এছাড়া আলাদা আলাদা ওজন এবং আলাদা আলাদা এই দাম কম এবং বেশি হতে পারে। তবে ২০২৪ সালে সর্বশেষ আপডেট মূল্য অনুযায়ী ৯০,০০০ টাকা দরে ক্রয় করা যাবে প্রতি টন ৫০০ ওয়াট রড।
আরো পড়ুন:
১ কেজি রডের দাম কত ২০২৫
১ কেজি রডের দাম বর্তমানে ৮০ টাকা থেকে ৯০ টাকা পর্যন্ত বাংলাদেশে ২০২৪ সালে। বাংলাদেশের বাজারে যে সকল কোম্পানি কেজি দরে রড বিক্রয় করে থাকে তারা সর্বনিম্ন ৮০ টাকা থেকে প্রতি কেজি রড বিক্রয় করছে।
বাংলাদেশের সবচেয়ে ভালো রড কোনটি?
বৈজ্ঞানিক গবেষণায় জানামতে বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে ভালো রড হল জিপিএস ইস্পাত, বিসআরএম, কেএসআরএম ইত্যাদি। এই সকল রড কোম্পানিগুলো বর্তমান সময়ে দালানকোঠা নির্মাণের জন্য অত্যন্ত ভালো কোয়ালিটি রড প্রদান করে থাকে। কোয়ালিটি সম্পন্ন রড ক্রয় করার জন্য অবশ্যই আপনাকে এই সকল কোম্পানির রোড গুলো ব্যবহার করতে হবে নিজের বাসা বাড়ির নির্মাণ কাজের জন্য।
যেকোনো দালানকোঠা নির্মাণের জন্য আমাদের অবশ্যই সবার আগে যে বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে নিরাপত্তা। তবে নিরাপদ দালানকোঠা তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটি নির্মাণসামগ্রী হিসেবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে রড। কোয়ালিটি বিহীন যদি রড আপনি ব্যবহার করেন নিজের নির্মাণ কার্যক্রম সম্পাদনে সেক্ষেত্রে আপনার নির্মাণ করার স্থাপনা করতে পারে ঝুঁকিতে।
তবে সেই স্থানে যদি আপনি ভাল কোয়ালিটির এবং আধুনিক প্রযুক্তি দ্বারা নির্মাণ করা রড ব্যবহার করেন নিজের বাসা বাড়ির কার্যক্রম সম্পাদন করার জন্য কিংবা যেকোনো নির্মাণ কাজে তাহলে অবশ্যই সেই নির্মাণ স্থাপনাটি যুগ যুগ ধরে টিকে থাকতে পারে। তবে সবই নির্ভর করছে আল্লাহ তায়ালার উপর যদি তিনি চান তাহলে নির্মাণ স্থাপনাটি যেকোনো সময় ধ্বংস করে দিতে পারেন।
বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তির রড কোনটি?
বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তির রড হচ্ছে জিপিএইচ গ্রুপের তৈরিকৃত এবং উৎপাদনকৃত রড। বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র কোম্পানি যারা বাংলাদেশের মার্কেটে বাণিজ্যিকভাবে বিক্রয় করছে কোয়ান্টাম প্রযুক্তিতে নির্মাণ করা রড। যা নির্মাণ কাজে দিবে আশার নতুন আলো।
কোয়ান্টাম প্রযুক্তি দিয়ে তৈরি করা রড বাংলাদেশের বাজারে বিক্রয় করে ২০২১ সাল থেকে। তবে কোয়ান্টাম প্রযুক্তির রড এর মূল্য বেশি হওয়ায় অনেকেই এটি ক্রয় করতে ভয় করে। যদি আপনি সুরক্ষিত স্থাপনা নির্মাণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে আপনার বাসা বা যে কোন নির্মাণ কাজ চালাতে হবে।
এইজন্যই আমি মনে করি জীবনের ঝুঁকি না নিয়ে একটু টাকা বেশি খরচ করে কোয়ান্টাম প্রযুক্তির তৈরি করা আপনি জিপিএইচ ইস্পাত কোম্পানির রড ব্যবহার করতে পারেন। তাদের উৎপাদন করা রড বাংলাদেশে প্রথম কোয়ান্টাম প্রযুক্তি দিয়ে তৈরি করা রড। এছাড়া তাদের বিভিন্ন ধরনের কোয়ালিটি ফাইভ সার্টিফিকেট এবং আরো বেশ কিছু ডকুমেন্ট রয়েছে যা বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয়।
আমাদের শেষ কথা
আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশে বর্তমানে রডের দাম কত টাকা ২০২৫ এ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। আশা করছি আজকের দাম কত এর এই আর্টিকেলটির মাধ্যমে আপনি আপনার বাসায় বা যেকোন নির্মাণ কাজের জন্য রড কেনার সঠিক তথ্যগুলো পেয়ে গেলেন। এমনই বিভিন্ন তথ্য সম্পর্কে নিয়মিতভাবে আপডেট পেতে এবং পণ্যের দাম সম্পর্কে সঠিক তথ্য জানতে অবশ্যই আজকের দাম কত ওয়েবসাইটটির সাথেই থাকবেন।