আকিজ রডের দাম ২০২৫: বাসা নির্মাণ করার ক্ষেত্রে সবচাইতে জরুরি যে উপাদান সেটি হচ্ছে রড। আর এই উপাদানটি কেনর ক্ষেত্রে আমাদেরকে যাচাই-বাছাই করে সবচাইতে সেরা কোম্পানির রড ক্রয় করতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সময়ে আকিব গ্রুপের আকিজ রড অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই জন্য রড কেনার আগে অবশ্যই আকিজ রডের দাম সম্পর্কে জানতে হবে। আজকের দাম কত এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
(toc) #title=(Table of Content)
আকিজ রডের দাম ২০২৫
আকিজ রডের দাম বর্তমান বাজারে ৮৭ টাকা থেকে ৯১ টাকা পর্যন্ত ২০২৪ সালে প্রতি কেজিতে। অর্থাৎ, আপনি যদি বেশি রড ক্রয় করেন সে ক্ষেত্রে আপনার কম টাকা খরচ হবে। এছাড়া পাইকারি যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আকিজ রডের দাম কম পড়বে।
তাই যদি আপনি বাসা নির্মাণ কিংবা যেকোনো ধরনের নির্মাণের কাজে এই রড ক্রয় করতে চান তাহলে অবশ্যই আকিজ গ্রুপের অফিশিয়াল যেকোনো একটি ডিলারের কাছে যাবেন। এতে করে অত্যন্ত সুলভ মূল্যে আকিজ রড ক্রয় করতে পারবেন। আর বাংলাদেশের নতুন সরকার আসার পর থেকে সকল পণ্যের দাম মোটামুটি কমে দেওয়ার আশঙ্কা পাওয়া যাচ্ছে। আশা করা যাচ্ছে এই বছরের শেষের দিকে খুব দ্রুত সময়ের মধ্যে রডের দাম অত্যন্ত কমে যাবে। আর রডের দাম কমে গেলে অবশ্যই আকিজ রডের দাম আরো কমে পাওয়া যাবে।
আরো পড়ুন:
আকিজ রডের মূল্য তালিকা
আকিজ রডের মূল্য তালিকা জানুয়ারি, ২০২৫ জানুন নিচের তালিকা থেকে।
ক্রম | আকিজ রডের ওজন | দাম কত ২০২৫ |
---|---|---|
১ | ১ কেজি আকিজ রডের দাম | ৳ ৯১ টাকা |
২ | ১০ কেজি আকিজ রডের দাম | ৳ ১,৮২০ টাকা |
৩ | ৩০ কেজি আকিজ রডের দাম | ৳ ২,১৩০টাকা |
৪ | ৫০ কেজি আকিজ রডের দাম | ৳ ৪,৫৫০ টাকা |
৫ | ১০০ কেজি আকিজ রডের দাম | ৳ ৯,১০০ টাকা |
আমাদের শেষ কথা
আশা করছি আমাদের আজকের আর্টিকেলটি পড়ার পরে আকিজ রডের দাম কত টাকা সে সম্পর্কে আপনি জানতে পেরেছেন। আর অবশ্যই যে কোন নির্মাণ সামগ্রী ক্রয় করার পূর্বে আজকের দাম কত ওয়েবসাইট ভিজিট করুন সঠিক মূল্য সম্পর্কে জানতে। কারণ আমরা নিয়মিত সকল পণ্যের বর্তমান মূল্য আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকি। এছাড়া আপনার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে অবশ্যই এই আর্টিকেলটি শেয়ার করুন যাতে তারা আকিজ রড ক্রয় করার পূর্বে দাম জেনে নিতে পারে।