টেলিটক সিমের দাম কত ২০২৫: বাংলাদেশের একমাত্র সরকারি সিম কোম্পানি হচ্ছে টেলিটক। বর্তমান সময়ে এসে অনেকেই এখন পর্যন্ত টেলিটক সিম ব্যবহার করছে না তবে টেলিটক সিম কেনার ইচ্ছা আছে। আর সে ইচ্ছা যদি আপনারও থেকে থাকে তাহলে আপনার অবশ্যই টেলিটক সিমের দাম কত ২০২৫ সালে এসে সে সম্পর্কে জানতে হবে। আজকের দাম কত এই আর্টিকেলটিতে আপনাদের সাথে আমরা টেলিটক কোম্পানি সকল প্রকারের সিমের মূল্য সম্পর্কে জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন যদি আপনার টেলিটক সিম কেনার প্রয়োজন হয়।
টেলিটক সিমের দাম কত ২০২৫
টেলিটক সিমের দাম ৭০ টাকা থেকে শুরু করে ৯০০ টাকা পর্যন্ত। টেলিটক সিমের বেশ কয়েকটি ধরন রয়েছে আর সেই সকল ধরনের উপর ভিত্তি করে এই মূল্য গুলো নির্ধারণ করা হয়েছে। টেলিটক সিমের আলাদা আলাদা প্রকারের প্যাকেজ থাকার কারণে সেই সকল সিমের মূল্য গুলো আলাদা আলাদা হয়ে থাকে। নিচে আমরা সেই সকল টেলিটক সিমের মূল্য এবং প্যাকেজ সম্পর্কে বিস্তারিত বলে তালিকা করে দিলাম।
টেলিটক সিমের মডেল | দাম |
---|---|
টেলিটক অপরাজিতা সিম | ১০০ টাকা |
টেলিটক স্বাধীন সিম | ১৫০ টাকা |
টেলিটক আগামী সিম | ০ টাকা বা ফ্রি শুধুমাত্র এসএসসিতে GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য |
টেলিটক স্বাগতম সিম | ১৫০ টাকা |
টেলিটক ইয়ুথ সিম | ৭০ টাকা |
টেলিটক বর্ণমালা সিম | ১০০ টাকা |
টেলিটক শতবর্ষ সিম | ০ টাকা |
টেলিটক মায়ের হাসি সিম | ০ টাকা |
টেলিটক প্রজন্ম সিম | ৯০০ টাকা |
টেলিটক কোন সিম ভালো
বর্তমান সময়ে বাংলাদেশে টেলিটক সিমের টোটাল ৯ টি প্যাকেজের সিম বিক্রয় করা হয়। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অপরিচিতা, স্বাধীন ও আগামী। এই সিম গুলোর ইন্টারনেট কানেকশন থেকে শুরু করে ডাটা প্যাকেজ এবং অন্যান্য সবকিছুই মোটামুটি ভালো হয়ে থাকে। আপনারা যদি টেলিটক সিম কনের কথা চিন্তা করে থাকেন সে ক্ষেত্রে আপনারা এই তিনটি ধরনের মধ্যে যে কোন একটি টেলিটক সিম ক্রয় করতে পারেন। বাজারের সহজেই এই সিমগুলো পাওয়া যায় মাত্র 70 টাকা থেকে 150 টাকার ভেতরে।
আরো পড়ুন:
টেলিটক অপরাজিতা সিমের দাম কত
টেলিটক অপরাজিতা সিমের দাম ১০০ টাকা ২০২৫ সালে বাংলাদেশ বাজারে। বর্তমানে বহুল ব্যবহৃত টেলিটকের অপরিচিতা সিম। এই সিমটি বর্তমান সময়ে প্লেটো ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশই ব্যবহার করে থাকে। বহু পূর্ব থেকে এই সিমটি বাংলাদেশ বাজারে বিক্রি করা হচ্ছিল। গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করে এই অপারেটর। টেলিটক কোম্পানির এই প্যাকেজটিতে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন যা কিনা অন্য প্যাকেজগুলোতে পাবেন না।
টেলিটক স্বাধীন সিমের দাম কত
টেলিটক স্বাধীন সিমের দাম ১৫০ টাকা বাংলাদেশে। টেলিটকের স্বাধীন সিম তৈরি করা হয়েছে জেন-জি দের জন্য ২০২৪ সালের নভেম্বর মাস থেকে। এই সিমটির সুবিধা গ্রহণ করতে পারবে ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করা যেকোনো কিশোর কিশোরী। তবে তাদের এনআইডি কার্ড রয়েছে এবং বয়স 18 বছরের উপরে তারাই শুধুমাত্র এই সিম ক্রয় করতে পারবে। এই সিমটি ক্রয় করলে বেশ কিছু ইন্টারনেট বিনামূল্যে পাবে এবং বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে শুধুমাত্র সিম ব্যবহারকারীদের জন্য।
টেলিটক আগামী সিমের দাম কত
টেলিটক আগামী সিমের দাম ০ টাকা বা ফ্রি। তবে এই সিমটি শুধুমাত্র এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য। যে সকল ছাত্র-ছাত্রীরা বা শিক্ষার্থীবৃন্দরা এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত করেছে তাদের জন্য শুধুমাত্র বিনামূল্যে আগামী সিম তৈরি করা হয়েছে। টেলিটক কোম্পানি তাদের আগামী সিম এই সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি করে দিয়েছে। তাছাড়া অন্য কেউ যদি কিনতে চায় সেক্ষেত্রে এই প্যাকেজের চিমটি ক্রয় করতে পারবেনা।
একটা টেলিটক সিমের দাম কত
একটা টেলিটক সিমের দাম ৭০ টাকা থেকে ৯০০ টাকা পর্যন্ত বর্তমানে। একটা টেলিটক সিম আপনি সহজেই আপনার এলাকায় থাকা যেকোনো ধরনের মোবাইলের দোকানে কিংবা যেকোনো ধরনের বিকাশ নগদের স্তরে গেলেও পেয়ে যাবেন। যদি না পান সেক্ষেত্রে টেলিটকের অফিসিয়াল যেকোনো এজেন্ট এর নিকট যোগাযোগ করে একটি সিম সংগ্রহ করতে পারবেন। আপনি যে প্যাকেজের সিম ক্রয় করতে চান সেই প্যাকেজটি আগে নির্ধারণ করবেন তারপরে খুব সহজে আপনি একটি সিম ক্রয় করে নিতে পারেন।
টেলিটক 4g সিমের দাম
টেলিটক 4g সিমের দাম ১৫০ টাকা। যাদের মোবাইল 2020 সালের পূর্বে কেনা হয়েছে তারা মূলত ফোরজি ইন্টারনেট সুবিধা চালাতে চাই। সেক্ষেত্রে তারা মূলত মাত্র ১৫০ টাকার বিনিময়ে টেলিটকের ফোরজি সেবার সিমটি ক্রয় করে নিতে ব্যবহার করতে পারে।
টেলিটক 5g সিমের দাম
টেলিটক 5g সিমের দাম ২০০ টাকা। বর্তমান যুগে ফাইভ-জি ইন্টারনেট সেবা চালু করেছেন টেলিটক সিম কোম্পানি। আর ফাইভ-জি ইন্টারনেট সুবিধা সকলেরই অত্যন্ত বেশি জরুরী কারণ ফাইভ-জি ইন্টারনেট সুবিধার মাধ্যমে খুব সহজে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। আর যেহেতু এখন ইন্টারনেটের সুবিধা সকলের ব্যবহার করে আর দ্রুতগতির ইন্টারনেট সকলেই চাই সেক্ষেত্রে আপনিও চাইলে টেলিটক ফাইভ জি সিম কিনে নিতে পারেন মাত্র ২০০ টাকার বিনিময়ে।
টেলিটক সিম কেনার উপায়
টেলিটক সিম আপনি খুবই সহজে আপনার আশেপাশের যে কোন অপারেটরের কাছ থেকে কেউ ক্রয় করে নিতে পারবেন। বর্তমান সময়ের কোম্পানির অফিসিয়াল বিভিন্ন স্টাফরা আপনার এলাকার আশেপাশের যেকোনো বাজারে তাদের স্টল দিতে পারে এবং সেখানে আপনি খুব সহজেই টেলিটক সিম ক্রয় করতে পারবেন।
তবে যদি আপনি অনলাইনের মাধ্যমে টেলিটক সিম ক্রয় করতে চান সেই সুবিধা ও রয়েছে খুব সহজে আপনি অনলাইনের মাধ্যমে টেলিটক সিম ক্রয় করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ১৩০ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে।
টেলিটক সিম অনলাইনে আবেদন
টেলিটক সিম যদি আপনি চান অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সে ক্ষেত্রে আপনার বেশ কিছু সিস্টেম রয়েছে। আর অনলাইনে মাধ্যমে আবেদন করতে হলে আপনার বেশ কিছু ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টগুলো সঠিকভাবে আপনি নিজের কাছে রেখে খুব সহজে অনলাইনের মাধ্যমে টেলিটক সিমের জন্য আবেদন করতে পারেন।
যার মধ্যে প্রধান ডকুমেন্ট হচ্ছে:
১. ন্যাশনাল আইডি কার্ড (NID)
২. 18 বছরের বেশি বয়স
৩. প্রত্যায়ন পত্র
এসকল ডকুমেন্টগুলো নিয়ে আপনি অনলাইনের (টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট)মাধ্যমে নিজে নিজে অথবা যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারেন। নিজে নিজে আবেদন করলে আপনার কোন চার্জ লাগবে না তবে কম্পিউটারের দোকানে গিয়ে যদি আপনি আবেদন করেন সে ক্ষেত্রে তারা একটা ফি নিবে।
আমাদের শেষ কথা
আশা করছি আমাদের আজকের এই আর্টিকেলটির সহায়তায় আপনি সহজেই টেলিটক সিমের দাম কত সে সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়া অন্যান্য যে কোন পণ্যের নিত্য নতুন আপডেট মূল্য জানতে অবশ্যই আজকের দাম কত ওয়েবসাইটটি ভিজিট করুন। আর আপনার বন্ধুদের সঙ্গে এই আর্টিকেলটি শেয়ার করুন যাতে তারাও খুব সহজেই টেলিটক সিম কেনার পূর্বে তার মূল্য সম্পর্কে জেনে নিতে পারে।